স্বর্ণলতা এগ্রো-ফিশারিজ লিঃ বাংলাদেশের সর্ব বৃহৎ সমন্বিত মৎস্য হ্যাচারী
[Phone: 01617 888 615 || 01617 888 616 || 01617 888 620]
স্বর্ণলতা এগ্রো-ফিশারিজ লিঃ-এর পোনার মূল্য তালিকা (২০২৩)
Species |
Size (Pcs./Kg) |
Rate (Taka/pcs) |
ভিয়েতনাম কই পোনা (Vietnam KOI) |
4,000 – 5,000 |
0.70 |
1,500 – 2,000 |
1.10 |
|
800 – 1200 |
1.30 |
|
মনোসেক্স তেলাপিয়া পোনা (Monosex Tilapia, Philippine Variety) |
4,000 – 4,500 |
1.20 |
2,000 - 2,500 |
1.50 |
|
1,000 – 1,500 |
1.75 |
|
500 - 700 |
2.50 |
|
পাবদা পোনা (Pabda) |
4,000 – 5,000 |
0.80 |
2,000 – 2,500 |
1.10 |
|
1,000 – 1,500 |
1.30 |
|
গুলশা পোনা (Gulsha) |
4,000 – 5,000 |
0.80 |
2,000 – 2,500 |
1.10 |
|
1,000 – 1,500 |
1.30 |
|
টেংরা পোনা (Tengra) |
4,000 – 5,000 |
0.70 |
2,000 – 2,500 |
1.00 |
|
1,000 – 1,500 |
1.20 |
|
শিং পোনা (Shing) |
4,000 – 5,000 |
0.60 |
2,000 – 3,000 |
0.80 |
|
1,000 – 1,500 |
1.00 |
|
600 – 800 |
1.20 |
|
মাগুর পোনা (Magur) |
3,000 – 4,000 |
1.20 |
2,000 – 2,500 |
1.50 |
|
1,200 – 1,500 |
1.75 |
|
500 – 1,000 |
2.50 |
|
শিং রেণু (Shing Renu) |
Per Kg |
5,000 |
মাগুর রেণু(Shing Renu) |
Per Kg |
12,000 |
ভিয়েতানাম পাঙ্গাস পোনা (Vietnam Pangas) |
3,000 – 4,000 |
1.00 |
1,500 – 2,000 |
1.20 |
|
থাই পাঙ্গাস রেণু (Thai Pangas) |
Per Bottle |
3,500 |
পোনার জন্য যোগাযোগঃ 01617-888-615, 01617-888-616, 01617-888-620
ওয়োবসাইটঃ http://sharnalata.com | FB: https://facebook.com/safhatchery
Sharnalata Agro Fisheries Ltd. (SAF) is a leading fish hatchery of Bangladesh based in Mymensingh. It is one of the few fish hatcheries of Bangladesh that comply with the recent hatchery regulations of the government and is licensed. This hatchery was founded by few enthusiastic and visionary Fisheries Graduates (graduated from Bangladesh Agricultural University, Mymensingh) in 2001 with an aim to produce high yielding and inbred-free fish seeds/fry of all kinds. As a part of retaining quality of fish seeds, SAF collects broods of Indian Major Carps from the River Halda and Jamuna on every alternate year. Moreover, SAF has recently collected improved strains of Tilapia from Philippines and Pangas (white pangas) & Koi from Vietnam. SAF ensure all male (monosex) population of tilapia by MT treatment inside the hatchery cistern for first one week and in pond hapa for following two weeks.
বন্যায় মৎস্য চাষীদের ক্ষতি কমানোর কিছু পরামর্শ
বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম হল বন্যা কবলিত মৎস্যচাষীগণ। মৎস্যচাষীদের ক্ষতি কমাতে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহন করা যেতে পারে।
বন্যায় কবলিত হয়েছে এমন জলাশয়ের মৎস্যচাষীদের জন্য পরামর্শ:-
১. বন্যার পানিতে জলাশয় ডুবে গেছে কিন্তু সব মাছ বা কোন মাছই ধরতে পারেননি এমন চাষী ঐ জলাশয়ে বাঁশ, ডালপালা ইত্যাদি দিয়ে ঝোপ বা ঝাটা তৈরি করে দিতে পারেন, যাতে ঐ জলাশয়কেই মাছ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে। ফলে পানি কমে যাওয়ার পর থেকে যাওয়া মাছসহ আরও দেশী মাছ/ছোট মাছ পাওয়া যাবে। এতে করে ক্ষতি অনেকটাই লাঘব হবে।
২. যদি সম্ভব হয় তবে জলাশয়ে সহজলভ্য কিছু খাবার অনিয়মিতভাবে ব্যবহার করা যেতে পারে। তবে পরিমানে বেশি নয়। ফলে খাবারের আকর্ষণে মাছ ঐ জলাশয়ে অবস্থান করবে এবং অন্যান্য দেশী মাছ প্রবেশ করবে।এটা পরীক্ষালব্ধ এবং অনেকটাই ফলপ্রসু। খাদ্য হিসেবে যা দেওয়া যেতে পারে-
a) বন্যার সময় অনেক শামুক পাওয়া যায়,সেগুলো সংগ্রহ করে শামুকের খোলস সরিয়ে মাংসগুলো রোদে শুকিয়ে কিছুটা চূর্ণ করে তার সাথে চালের কুড়া মিশিয়ে ব্যবহার করা যায়। এটি খুবই উপকারী ও মাছকে আকর্ষণ করে।
b) বন্যার সময় বাড়ির আশেপাশে প্রচুর কেঁচো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে জলাশয়ে ব্যবহার করা যেতে পারে,ফলে একদিকে পরিবেশ ভাল থাকবে অন্যদিকে মাছ সেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করবে।
c) অনিয়মিতভাবে খৈল ও চালের কুড়া ব্যবহার করা যেতে পারে। খেয়াল রাখতে হবে খরচ যেন বেশি না হয়।
৩. পানিতে খুব বেশি ভাসেনি কিন্তু নোংরা পানি প্রবেশ করেছে এবং ঘোলা হয়েছে এমন জলাশয়ে ২৫০-৩০০ গ্রাম চুন প্রতি শতাংশে দেওয়া যেতে পারে অথবা খড় ও ব্যবহার করা যেতে পারে।
৪. ভারি বৃষ্টি / কয়েকদিন ধরে চলমান বৃষ্টি এলাকা কিন্তু বন্যার পানিতে পুকুর একেবারে ভেসে যায়নি এমন এলাকার যেখানে পুকুরে মাছ খাবি খাচ্ছে সেসব পুকুরে অক্সি গোল্ড/ অক্সি ফ্লো/ কুইক অক্সিজেন ২০০-৫০০ গ্রাম/ একর/৩-৬ ফুট গভীরতায় দেওয়া যেতে পারে।
#বন্যায়_জলাশয়_কবলিত_হতে_পারে_এমন_মৎস্যচাষীদের_সম্ভাব্য_ক্ষতি_কমানোর_জন্য_পরামর্শ:-
১. বিক্রয় উপযোগী মাছ দ্রুত বিক্রি করে দেয়া ভাল। স্থানীয় বাজারে দাম কম হলে শহরের বাজারে পাঠাতে পারেন।
২. বন্যার প্রকপতা কম অর্থাৎ পানির স্রোতের গতিবেগ কম বা অল্প পরিমান পানি আসতে পারে এমন এলাকায় নেট/ বানা দিয়ে জলাশয়ের চারপাশে ভালভাবে বেড়া দেওয়া যেতে পারে।
৩. বৃষ্টির পানিতে জলাশয় ভরপুর হয়ে গেলে নালা করে বা অন্য যেকোন পদ্ধতি অবলম্বন করে পানি বের করে দিতে হবে।
প্রয়োজনে যে কোন সময় উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।
বাংলাদেশে মাছ চাষের নতুন প্রজাতি: দ্রুত বর্ধনশী ভিয়েতনাম কই
কই (Anabas testudineus) আমাদের দেশী প্রজাতির ছোট আকারের (small indigenous species) একটি মাছ। সবুজ-সোনালী বর্ণের এই মাছ আদিকাল থেকে আমাদের বিলে-ঝিলে সহজেই পাওয়া যেত। কিন্তু দিন দিন প্রাকৃতিক জলাভুমির পরিমাণ কমে যাওয়ায় দেশী জাতের এই সুস্বাদু মাছটি দু®প্রাপ্য হয়ে যাচ্ছে। চাষের পুকুরে দেশী কই-এর বৃদ্ধি দ্রুত হয়না বিধায় বেশ কিছু বছর আগে থাইল্যান্ড থেকে নতুন জাতের কই মাছে আমাদের দেশের একোয়াকালচারে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পোনা উৎপাদনের েেত্র ইনব্রিডিং-এর বিষয়ে সতর্কতা অবলম্বন না করায় থাই কই-এর এই জাতটি সহজেই এর দ্রুত বর্ধনশীলতার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। এছাড়া কাল গাত্রবর্ণের কারণে চাষীরাও বাজারে থাই কই-এর েেত্র ন্যায্য মূল্য পাপ্তি থেকে বঞ্চিত হতে থাকে।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য ময়মনসিংহে অবস্থিাত স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড ২০১১ সনে ইনোভিশন কনসালটিং (প্রা:) লি: ও ক্যাটালিস্ট-এর সহায়তায় ভিয়েতনাম থেকে দ্রুত বর্ধনশীল জাতের কই-এর ব্র“ডস্টক সংগ্রহ করে। ভিয়েতনাম কই-এর এই জাতটির গাত্রবর্ণ দেখতে অনেকটাই দেশী কই-এর মত ও খুব দ্রুত বাড়ে। আমাদের ব্র“ডস্টক থেকে উৎপাদিত পোনা আমাদের খামারে এবং কিছু পরিচিত খামারে পরীামূলক চাষ করে আশাতীত ফলাফল পেয়েছি। পুকুরে ৪ (চার) মাস চাষ করে গড়ে প্রতিটি মাছ প্রায় ২৫০ গ্রাম আকার ধারণ করে, যা থাই কিংবা দেশী জাতের কই-এর তুলনায় অনেক বেশী। এই মাছের চাষ পদ্ধতি থাই কই-এর মতই। ভাল ফলন পেতে হলে শতাংশে ৫০০-৬০০ পোনা ছেড়ে বাজারে প্রচলিত ভাল মানের থাই কই-এর খাবার সরবরাহ করলে আশানুরুপ ফল পাওয়া যাবে। এফ.সি.আর ১.৭। বর্তমানে এই মাছের বাজারমূল্য প্রায় ২৫০ টাকা/কেজি।
সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বাংলাদেশে ভিয়েতনাম কই চাষের সম্ভাবনা সম্পর্কে আমার সাাতকার প্রচারিত হয়েছে। এই সাাতকার http://vimeo.com/56465488 ওয়েবলিংকে দেখা যাবে। আমাদের হ্যাচারীতে (স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড-এ) ২০১৩-এর মার্চ মাস থেকে ভিয়েতনাম কই-এর পোনা পাওয়া যাবে। পোনার সাথে সকলকে বিনামূল্যে এই মাছের চাষ পদ্ধতির ম্যান্যুয়াল সরবরাহ করা হবে। পোনা প্রাপ্তির জন্য 01617 888 615-9 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছড়াও আমাদের হ্যাচারীর ওয়েবসাইটে www.sharnalata.com গিয়ে Order info >Order form-এর মাধ্যমেও পোনার অর্ডার দেয়া যাবে। আমাদের হ্যাচারীতে উৎপাদিত পোনা/রেণু সম্পর্কে জানতে কিংবা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন পরামর্শের জন্য আমাদের ওয়েবসাইটের Order info >Order form-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড কই ছাড়াও উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা (থাইল্যান্ড, ফিলিপিন ও বি.এফ.আর.আই. স্টক), রুই-কাতলা-মৃগেলের রেণু (হালদা স্টক), শিং-মাগুরের পোনা (ব্র“ডের উৎস সুনামগঞ্জ-নেত্রকোনা হাওড়াঞ্চল), গুলশা-পাবদার পোনা, বিদেশী কার্প জাতের পোনা (কার্পিও, সিলভার, গ্রাস, বিগহেড কার্প প্রভৃতি) উৎপাদন করে থাকে।
উন্নত জাতের রেণু/পোনা উৎপাদন ছাড়াও স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড মৎস্য হ্যাচারী উদ্যেক্তা, মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ কর্মী ও মাছ চাষীদেরকে প্রশিণ দিয়ে আসছে।
তেলাপিয়ার উন্নত ব্রুডস্টক সংগ্রহে স্বর্ণলতা এম.ডি. জনাব কাদির তরফদারের ফিলিপিন গমন
স্বর্ণলতা এগ্রো-ফিশারিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাদির তরফদার গত ২০১৪-এর আগস্ট মাসে ফিলিপিন ভ্রমণ করেছেন। কেটালিস্ট ও ইনোভিশন কনসাল্টিং (প্রা:) লি:-এর সমর্থনে তেলাপিয়ার উন্নত ব্রুডস্টক সংগ্রহের অংশ হিসেবে অন্য আরও ক’জন হ্যাচারী পরিচালকের সাথে জনাব কাদির এই ভ্রমণ ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসময়ে তিনি 'Freshwater Aquaculture Centre' ছাড়াও তেলাপিয়ার বিভিন্ন হ্যাচারী ভ্রমণ ও প্রশিক্ষণ গ্রহন করেন।
উল্লেখ্য, ফিলিপিন থেকে আনীন উন্নত এসব তেলাপিয়া ব্রুডস্টক ব্যবহার করে স্বর্ণলতা ২০১৫-এর মার্চ থেকে উন্নতামানের মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন শুরু করছে।
Sharnalata in Media
- Md. Abdul Kadir Tarafder (Managing Director cum Director Operations)
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছর পূর্তি উৎসবের সিলভার স্পন্সর স্বর্ণলতা এগ্রো ফিসারিজ লিঃ
- বন্যায় মৎস্য চাষীদের ক্ষতি কমানোর কিছু পরামর্শ
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহে স্বর্ণলতা এগ্রো-ফিশারিজ-এর ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহন
- তেলাপিয়ার উন্নত ব্রুডস্টক সংগ্রহে স্বর্ণলতা এম.ডি. জনাব কাদির তরফদারের ফিলিপিন গমন
- বাংলাদেশে মাছ চাষের নতুন প্রজাতি: দ্রুত বর্ধনশী ভিয়েতনাম কই
- Dr Ram Bhujel of AIT visits SAF Tilapia Hatchery
- Sharnalata MD's writeup on Vietnam Koi Published in BdFISH
- Sharnalata MD's Interview in Independent TV
- Sharnalata VIETNAM Koi Feature in Daily Newspaper